মান্নত করা সম্পর্কে হাদিস! Hadith about vows!
মান্নত করা সম্পর্কে হাদিস! Hadith about vows!
মান্নত অধ্যায়
১৬০. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “বনি আদমের নিকট মান্নত কোন জিনিস নিয়ে আসে না যা আমি তার জন্য নির্ধারণ করি নি, কিন্তু তকদির তাকে পেয়ে বসে, আমি তার জন্য নির্ধারণ করে রেখেছি এর দ্বারা কৃপণ থেকে সম্পদ বের করব” [বুখারি ও মুসলিম] হাদিসটি সাহিহ।
সহিহ হাদিসে কুদসি
আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভি
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনাঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
হাদিস নং ১৬০
পৃষ্ঠা নং ১৭৫।
হাদিস নং ১৬০
পৃষ্ঠা নং ১৭৫।
No comments