আল্লাহ দুয়িয়া ও আখিরাতে মুমিদের দোষ গোপন ও ক্ষমা করে দিবেন কিভাবে?
আল্লাহ দুয়িয়া ও আখিরাতে মুমিদের দোষ গোপন ও ক্ষমা করে দিবেন কিভাবে?
দুনিয়া-আখিরাতে মুমিনের দোষ আল্লাহর গোপন করা
৩৯. সাফওয়ান ইব্ন মুহরিয আল-মাযেনি রহ. থেকে বর্ণিত,
তিনি বলেন: একদা আমি ইব্ন ওমরের সাথে তার হাত ধরে হাঁটছিলাম, হঠাৎ এক ব্যক্তি সামনে
এলো। অতঃপর সে বলল: ‘নাজওয়া’ (গোপন কথা) সম্পর্কে রাসূলুল্রাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে কি বলতে শুনেছেন? তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বলতে শুনেছি: “আল্লাহ তা’য়ালা মুমিনের নিকটবর্তী হবেন অতঃপর তার ওপর পর্দা ফেলে তাকে
ঢেকে নিবেন এবং বলবেন: মনে পড়ে অমুক পাপ, মনে পড়ে অমুক পাপ? সে বলবে: হ্যাঁ, হে আমার
রব, অবশেষে সে যখন তার সকল পাপ স্বীকার করবে এবং নিজেকে মনে করবে যে, সে ধ্বংস হয়ে
গেছে, আল্লাহ বলবেন: তোমার ওপর দুনিয়ার এসব গোপন রেখেছি আজ আমি তা তোমার জন্য ক্ষমা
করে দিচ্ছি। অতঃপর তাকে তার নেক আমলের দফতরে দেয়া হবে, পক্ষান্তরে কাফের ও মুনাফিক
সম্পর্কে সাক্ষীরা বলবে: এরা তাদের রবের ওপর মিথ্যারোপ করেছিল, জেনে রেখ জালেমদের ওপর
আল্লাহর লা’নত”। [বুখারি ও মুসলিম] হাদিসটি সহিহ।
সহিহ হাদিসে কুদসি
আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভি
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনাঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
হাদিস নং ৩৯; পৃষ্ঠা নং ৪৩-৪৪।
হাদিস নং ৩৯; পৃষ্ঠা নং ৪৩-৪৪।
No comments