আল্লাহর অলিদের সাথে দুশমনি করার পাপ।The sin of enmity with the saints of Allah.
আল্লাহর অলিদের সাথে দুশমনি করার পাপ
৪৪.
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লা
বলেছেন: “আল্লাহ তা’য়ালা বলেন: যে আমার অলির সাথে দুশমনি করবে আমি তাদের সাথে যুদ্ধ
ঘোষণা করেছি। আমার বান্দার ওপর আমি যা ফরয করেছি আমার নিকট তার চেয়ে অধিক প্রিয় কোন
বস্তু দ্বারা সে আমার নৈকট্য অর্জন করেনি। আমার বান্দা নফল দ্বারা আমার নৈকট্য অর্জন
করতে থাকে অবশেষে আমি তাকে মহব্বত করি। আমি যখন তাকে মহব্বত করি আমি তার কানে পরিণত,
যা দ্বারা সে শ্রবণ করে। তার চোখ পরিণত হই যা দ্বারা সে দেখে, তার হাতে পরিণত হই যা
দ্বারা সে ধরে, তার পায়ে পরিণত হই যা দ্বারা সে হাঁটে। যদি সে আমার নিকট চায় আমি তাকে
অবশ্যই দিব, যদি সে আমার নিকট পানাহ চায় আমি তাকে অবশ্যই পানাহ দিব। আমার করণীয় কোন
কাজে আমি দ্বিধা করি না যেমন দ্বিধা করি মুমিনের নফসের সময়, সে মৃত্যুকে অপছন্দ করে
আমি তার কষ্টকে অপছন্দ করি।”
সহিহ হাদিসে কুদসি
আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভি
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনাঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
পৃষ্ঠা নং ৪৭; হাদিস নং ৪৪।
পৃষ্ঠা নং ৪৭; হাদিস নং ৪৪।
No comments