Banners

রাসুলে পাক সাল্লাল্রাহু আলাইহে ওয়া সাল্লাম আমাদের জন্য কি রেখে গেছেন?

হাদীসে সাক্বালাইন : রাসুলে পাক
সাল্লাল্রাহু আলাইহে ওয়া সাল্লাম বলেন-
আমি তোমাদের মাঝে অতি ভারি ও
মুল্যবান দুটি বস্তু রেখে যাচ্ছি । একটি
ইসলাম, নবী, আহলে বাইয়াত, পাকপাঞ্জাতন, পথভ্রষ্ট হবে না, নবী, হাদিসআল্লাহর কিতাব ও অপরটি আমার আহলে
বাইত । তোমরা যদি এ দুটিকে আকড়ে ধরো
(অনুসরণ) করো, তবে কখনই পথভ্রষ্ট হবে না

এ দুটি হাউজে কাউসারে আমার সাথে
মিলিত না হওয়া র্পযন্ত কখনই পরষ্পর
বিচ্ছিন্ন হবে না । আমার পরে তাদের
সাথে আচরণের ব্যাপারে সতর্ক থাকো । (১.
মুসনাদে আহমদ ইবনে হাম্বলঃ ১ম খন্ড, ৫ম
অধ্যায়, হাদসি-২, পৃষ্টা-১৫৬। ২. তিরমিজী ;
আস সহীহ, ৬ খন্ড, হাদসি নং-৩৭৮৬, ৩৭৮৮

৩. মুসলমি; আস-সহীহ, ৬ খন্ড, হাদসি
নং-৬০০৭, ৬০১০ । ৪. মেশকাত, ১

১ খন্ড,
হাদসি
নং-৫৮৯২, ৫৮৯৩ । ৫. মাদারজেুন নাবুয়াতঃ
আব্দুল হক মুহাদ্দেস দেহলভী, ৩খন্ড, পৃঃ-১০৫
। ৬. মুস্তাদরাকে হাকমি । ৭.কানযুল
উম্মাল। ৮. খাসায়সে নাসায়ী ৯. তবিরানীঘ
উল্লাহ ),
খঃ-১, পৃঃ-৫৬৬)

2 comments:

  1. Vie aponar sob gulo post amar valo lagsa. tar mod-da ai post ta base valo laglo

    ReplyDelete
  2. আপনি খুবই গুরুত্বপূণ হাদিস পোষ্ট করেছেন।এই হাদিস গুলো আমাদের সকলের জানা থাকা প্রয়োজন। যেন আমরা ইহকাল ও পরকালে আল্লাহর কাছে সম্মানিত হতে পারি। আশা করি এইরকম আরো অনেক হাদিস রেফারেন্সসহ পাব?

    ReplyDelete

Powered by Blogger.