Banners

সিম রেজিষ্টেশন যাচাই!

কয়টি সিম নিবন্ধন, মোবাইল সম্পর্কিত, সিম রেজিষ্টন যাচাই,

বেশির ভাগ মোবাইল ব্যবহারকারী যানে না তার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে 
এবং কোন কোন কোম্পানির কত গুলো নাম্বার। জানতে তাইলে সম্পূণ লেখাটি পড়ুন এটা খুবই সহজ।

আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনার এনআইডি  বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা এ 
জন্য প্রয়োজন  হবে আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। 
আসুন, জানি যে কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির 
শেষ চারটি ডিজিট লিখতে বলবে।তখন আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন। 
কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কোম্পানির 
কতগুলো সিম আছে সব দেখাবে।

এই কাজটি করতে পারবেন একদম ফ্রি!

4 comments:

  1. হ্যালো ফেন্ড, আমি এই কাজটা করেছি সত্যি খুব সুন্দর একটা সিসটেম যা আমি আগে জানতাম না।

    ReplyDelete

Powered by Blogger.