আত্মহত্যা মহা পাপ
আত্মহত্যা থেকে হুশিয়ারি
১৫২.
জুনদুর ইব্ন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাল্লাম
বলেছেন: “তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক ব্যক্তি ছিল, যার হাতে ছিল জখম, সে অস্থির
হয়ে ছুরি নেয় ও তা দ্বারা হাত কেটে ফেলে, অতঃপর রক্ত বন্ধ হয় নি ফলে সে মারা যায়”।
আল্লাহ তা’আলা বলেন: আমার বান্দা তার নিজের ব্যাপারে জলদি করেছে, আমি তার ওপর জান্নাত
হারাম করে দিলাম”। [বুখারি ও মুসলিম] হাদিসটি সহিহ।
No comments