Banners

আল্লাহর জন্য মহব্বতের ফযিলত।The virtue of love for Allah.

আল্লাহর জন্য মহব্বতের ফযিলত


৪৫. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন আল্লাহ বলবেন: আমার বড়ত্বের জন্য মহব্বতকারীরা কোথায়, আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করব, যখন আমার ছায়া ব্যতীত কোন ছায়া নেই।” [মুসলিম] হাদিসটি সহিহ।


৪৭. মুয়ায ইব্‌ন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “আল্লাহ তা‘আলা বলেন: “আমার নিমিত্তে মহব্বতকারীদের জন্য নূরের মিম্বার রয়েছে, যাদের সাথে ঈর্ষা করবে নবী ও শহীদগণ”। [তিরমিযি] হাদিসটি হাসান।


সহিহ হাদিসে কুদসি
আবু আব্দুল্লাহ মুস্তফা আল-আদাভি
অনুবাদ: সানাউল্লাহ নজির আহমদ
সম্পাদনাঃ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
হাদিস নং ৪৫ ও ৪৭; পৃষ্ঠা নং ৪৮-৪৯।

No comments

Powered by Blogger.