অশান্ত মন
ছোটবেলায় কিছুই না বুঝে তোমার দিকে তকিয়ে থাকতাম আর ভাবতাম বড় হলে তোমাকেই বিয়ে করব, ঐটাই ছিল আমার
জীবনের সবচেয়ে উত্কৃষ্ট সিদ্ধান্ত । তখনও বুঝতা না ভালবাসা কি । কিন্তু তোমাকে ভালবেসে অনেক কিছু পেয়েছি । ...কষ্ট কাকে
বলে, বিরহ বেদনা কেমন, যন্ত্রনার প্রহর কত তীব্র হয় নিঘুমে কিভাবে রাত শেষ হয়ে প্রহর হয়,,,,,, আরও অনেক কিছু বুঝতে
পেরেছি । সবচেয়ে বড় কথা হল, তোমায় ভালবাসতে শিখেছি । এটাই কি আমার বড় পাওয়া নয়? অনেক সুখে আছি আমি ! তুমি
কেমন আছ জানি না, ইচ্ছা হলেও পারি না । কিন্তু তুমি হয়ত কোনদিন জানবে না, তোমাকে এখনও কতটা ভালবাসি ।
so sat
ReplyDeleteতাই, এই সব কিছুই একটা ফাজলামি ছাড়া কিছুই না
ReplyDelete