Banners

অশান্ত মন

প্রেম, ভালবাসা, আবেগ, এখনো ভালবাসি, অবুঝ ভালবাসা, কষ্ট

ছোটবেলায় কিছুই না বুঝে তোমার দিকে তকিয়ে থাকতাম আর ভাবতাম বড় হলে তোমাকেই বিয়ে করব, ঐটাই ছিল আমার 

জীবনের সবচেয়ে উত্কৃষ্ট সিদ্ধান্ত । তখনও বুঝতা না ভালবাসা কি । কিন্তু তোমাকে ভালবেসে অনেক কিছু পেয়েছি । ...কষ্ট কাকে 

বলে, বিরহ বেদনা কেমন, যন্ত্রনার প্রহর কত তীব্র হয় নিঘুমে কিভাবে রাত শেষ হয়ে প্রহর হয়,,,,,, আরও অনেক কিছু বুঝতে 

পেরেছি । সবচেয়ে বড় কথা হল, তোমায় ভালবাসতে শিখেছি । এটাই কি আমার বড় পাওয়া নয়? অনেক সুখে আছি আমি ! তুমি 

কেমন আছ জানি না, ইচ্ছা হলেও পারি না । কিন্তু তুমি হয়ত কোনদিন জানবে না, তোমাকে এখনও কতটা ভালবাসি ।

2 comments:

Powered by Blogger.