Banners

বাইয়াত সম্পর্কে এবং মুমিন ও মুসলিম সম্পর্কে। About the pious and about the believers and the Muslims.

সহিহ হাদিস, বুখারী শরীফ, বাইয়াত সম্পর্কে, নবীজির হাতে সাহাবাগণের বাইয়াত

১৭. আবুল ইয়ামান () ..... ‘আয়িনুল্লাহ্ইব্ আবদুল্লাহ () বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী লায়লাতুলআকাবার একজন নকীবউবাদা ইব্নুস সামিত (রা) বর্ণনা করেন,  রাসূলুল্লাহ্ (সাঃ)-এর পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেনঃ তোমরা আমার কাছে এই মর্মে বায়আত গ্রহণ কর যে, আল্লাহ্র সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, যিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানী করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে, তার বিনিময় আল্লাহ্র কাছে আর কেউ এর কোন একটিতে লিপ্তৃ হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফ্ফারা আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহ্র ইচ্ছাধীন তিনি যদি চান, তাকে মাফ করে দেবেন আর যদি চান, তাকে শাস্তি দেবেন আমরা এর উপর বায়আত গ্রহণ করলাম

সহিহ হাদিস, বুখারী শরীফ, বাইয়াত সম্পর্কে, মুসলিম এবং মুমিন কে,

২৬. আবুল ইয়ামান () .... সা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (সাঃ) একদল লোককে কিছু দান করলেন সা (রা) সেখানে বসে ছিলেন সা (রা) বলেন, রাসূলুল্লাহ্ (সাঃ) তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না সে ব্যক্তি আমার কাছে তাদের চেয়ে অধিক পসন্দনীয় ছিল তাই আমি বললাম, ইয়া রাসুলাল্লাহু! অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহ্র কসম! আমি তো তাকে মুমিম বলেই জানি তিনি বললেনঃ (মুমিন) না মুসলিম? তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি, তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার বক্তব্য আবার বললাম, আপনি অমুককে দানের ব্যাপারে বিরত রইলেন? আল্লাহ্র কসম! আমি তো তাকে মুমিন বলেই জানি তিনি বললেনঃনা মুসলিম?’ তখন আমি কিছুক্ষণ চুপ থাকলাম তারপর আমি তার সম্পর্কে যা জানি তা প্রবল হয়ে উঠল তাই আমি আমার আমার বক্তব্য আবার বললাম রাসূলুল্লাহ্ (সাঃ) আবারও সেই জবাব দিলেন তারপর বললেনঃসা! আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার কাছে তার চাইতে বেশী প্রিয় তা এ আশঙ্কায় সে (সে ঈমান থেকে ফিরে যেতে পারে পরিণামে), আল্লাহ্তাআলা তাকে অধোমুখে জাহান্নামে ফেলে দেবেন
এ হাদীস ইউনুস, সালিহ, মামার এবং মুহরী ()-এর ভাতিজা যুহরী () থেকে বর্ণনা করেছেন

বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ১৭ এবং ২৬

No comments

Powered by Blogger.