তায়াম্মুম কিভাবে করতে হয়।How to do Tayammum.
২৩৩. আল্লাহ তা’আলার বাণীঃ “এবং তোমরা পানি না পেলে পাক মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তা তোমরা তোমাদের
মুখ ও হাতে বুলাবে” (৪:৪৩)
৩২৭. ‘আবদুল্লাহ ইব্ন ইউসুফ (র) ..... নবী (সাঃ)-এর স্ত্রী ‘আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (সাঃ)-এর সঙ্গে কোন এক সফরে বেরিয়েছিলাম। যখন আমরা ‘বায়যা’ অথবা ‘যাতুল জায়শ’
নামক স্থানে পৌঁছলাম তখন আমার একখানা হার হারিয়ে গেল। রাসূলুল্লাহ (সাঃ) সেখানে হারের খোঁজে থেকে গেলেন আর লোকেরাও তাঁর সঙ্গে থেমে গেলেন, অথচ তাঁরা পানির নিকটে ছিলেন না। তখন লোকেরা আবূ বকর (রা)-এর কাছে এসে বললেনঃ ‘আয়িশা কি করেছেন আপনি কি দেখেন নি? তিনি রাসূলুল্লাহ
(সাঃ) ও লোকদের আটকিয়ে ফেলেছেন, অথচ তাঁরা পানির নিকটে নেই এবং তাঁদের সাথেও পানি নেই। আবূ বকর (রা) বললেনঃ
তুমি রাসূলুল্লাহ (সাঃ)-এর লোকদের আটকিয়ে
ফেলেছ! অথচ আশেপাশে কোথাও পানি নেই। এবং তাদের সাথেও পানি নেই। ‘আয়িশা (রা) বলেনঃ আবূ
বকর আমাকে খুব তিরস্কার করলেন আর, আল্লাহ্র ইচ্ছা, তিনি যা খুশি তাই বললেন। তিনি আমার ‘ কোমরে আঘাত দিতে লাগলেন। আমার ঊরুর উপর রাসূলুল্লাহ (সাঃ)-এর মাথা থাকায় আমি নড়তে পারছিলাম না। রাসূলুল্লাহ (সাঃ) ভোরে উঠলেন, কিন্তু
পানি ছিল না। তখন আল্লাহ তা‘আলা তায়াম্মুমের আয়াত নাযিল করলেন। তারপর সবাই তায়াম্মুম
করে নিলেন। উসায়্দ
ইব্ন হুযায়্র (রা)
বললেনঃ হে আবূ বকরের পরিবারবর্গ। এটাই আপনাদের প্রথম
বরকত নয়। ‘আয়িশা (রা) বলেনঃ তারপর আমি যে
উটে ছিলেম তাকে দাঁড় করালে দেখি আমার হারখানা তার নীচে পড়ে আছে।
৩৩১. আদম (র) ..... সা‘ঈদ ইব্ন ‘আবদুর রহমান ইব্ন
আবযা তাঁর পিতা [‘আবদুর রহমান (রা)]
থেকে বর্ণিত, এক ব্যক্তি ‘উমর ইব্নুল খাত্তাব (রা)-এর নিকট এসে জানতে চাইলঃ একবার আমার গোসলের প্রয়োজন হল অথচ আমি পানি পেলাম
না। তখন ‘আম্মার ইব্ন ইয়াসির (রা)
‘উমর ইব্নুল খাত্তাব (রা)-কে বললেনঃ আপনার কি সেই ঘটনা স্মরণ আছে যে, এক সময় আমরা
দু’জন সফরে ছিলেন এবং দু’জনেরই গোসলের প্রয়োজনীয়তা
দেখা দিল। আপনি তো সালাত আদায় করলেন না। আর আমি মাটিতে গড়াগড়ি দিয়ে সালাত আদায় করলাম। তারপর আমি ঘটনাটি
নবী (সাঃ)-এর কাছে বর্ণনা করলাম। তখন নবী (সাঃ) বললেনঃ
তোমার জন্য তো কটুকুই যথেষ্ট ছিল। এ বলে নবী (সাঃ) দু’হাত মাটিতে
মারলেন এবং দু’হাতে ফুঁ দিয়ে তাঁর চেহারা ও উভয় হাত মাসেহ করলেন।
৩৪১। আবদান (র) .... আবূ রাজা’ (র) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘ইমরান ইব্ন হুসায়ন আল-খুযা‘ঈ (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ (সাঃ) এক ব্যক্তিকে জামা‘আতে সালাত আদায় না করে পৃথক দাঁড়িয়ে থাকতেন দেখলেন। তিনি লোকটিকে ডেকে বললেনঃ হে অমুক! তুমি জামা‘আতে সালাত আদায় করলে না কেন? লোকটি বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার গোসলের প্রয়োজন হয়েছিল, কিন্তু পানি নেই। তিনি বললেনঃ তুমি পবিত্র মাটির ব্যবহার (তায়াম্মুম) করবে। তা-ই তোমার জন্য যথেষ্ট।
বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ
ইব্ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ৩২৭,৩৩১ এবং ৩৪১।
No comments