হাদিসের আলোকে কিয়ামতের আলামত।Signs of Resurrection.
৫৭। মুহাম্মদ ইব্ন সিনান (র) ও ইবরাহীম ইব্নুল মুনযির
(র) ..... আবূ হুরায়রা (রা)
থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্
(সাঃ) মজলিসে লোকদের সামনে কিছু আলোচনা করছিলেন। ইতিমধ্যে তাঁর কাছে একজন বেদুঈন এসে প্রশ্ন করলেন, ‘কিয়ামত কবে?’ রাসূলুল্লাহ (সাঃ) তাঁর আলোচনায় রত রইলেন। এতে কেউ কেউ বললেন, লোকটি যা বলেছে তিনি
তা শুনেছেন কিন্তুু তার কথা পসন্দ করেন নি। আর কেউ কেউ বললেন
বরং তিনি শুনতেই
পান নি। রাসূলুল্লাহ্ (সাঃ) আলোচনা শেষ করে বললেনঃ ‘কিয়ামত
সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?’ সে বলল, ‘এই যে আমি, ইয়া রাসূল্লাল্লাহ্!’ তিনি বললেনঃ ‘যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কিয়ামতের
প্রতীক্ষা করবে।” সে বলল, ‘কিভাবে আমানত নষ্ট করা হয়?’
তিনি বললেনঃ ‘যখন কোন কাজের দায়িত্ব অনুপযুক্ত
লোকের প্রতি ন্যস্ত হয়, তখন তুমি কিয়ামতের প্রতীক্ষা করবে।’
৮০। ‘ইমরান ইব্ন মায়সারা (র) ..... আনাস
(রা) থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন
যে, কিয়ামতের কিছু নিদর্শন হলঃ ইলম লোপ পাবে, অজ্ঞতার বিস্তৃতি ঘটবে, মদপান ব্যাপক হবে এবং ব্যভিচার
ছড়িয়ে পড়বে।
৮১। মুয়াদ্দাস (র) .... আনাস (রা) থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদীস বর্ণনা
করব যা আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না। আমি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছি যে, কিয়ামতের কিছু নিদর্শন হলঃ ইমল কমে যাবে অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রীলোকের সংখ্যা বেড়ে যাবে এবং
পুরুষের সংখ্যা কমে যাবে, এমনকি প্রতি পঞ্চাশজন স্ত্রীলোকের জন্য
মাত্র একজন পুরুষ তত্ত্বাবধায়ক।
বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ
ইব্ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ৫৭, ৮০ এবং ৮১
No comments