লায়লাতুল কদ্রে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভূক্ত। Night awakening in worship at Lilatul Qadr involves faith.
লায়লাতুল কদ্রে ইবাদতে রাত্রি জাগরণ করা কত বড় ইবাদত তা আমরা কম বেশি প্রায় সকলেই যানি, কিন্তু আজকের জামানায় কিছু কিছু আলেমগণ করেছে যারা বলে কোন প্রকার লাইলাতুল কদর, লায়ললাতুল বরাত, লাইলাতুল মেরাজে, মিলাদ, কিয়াম, দোয়া, উক্ত রাত্রি উদ্দেশ্য করে ইবাদত করা বেদাত। বিধায় আমি বুখারী শরিফের একটি হাদিস তুলে ধরলাম এছাড়া আরো সিহাহ্ সিত্তাহ হাদীস গুলোতে রয়েছে। বুখারী শরীফ এর হাদীস দেওয়ার কারণ তারা বুখারী শরীফ খুব ভালো মান তাই আশা করি আপনাদের ভাল লাগবে।
২৫. পরিচ্ছেদঃ লায়লাতুল কদ্রে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভূক্ত

৪২। মুসলিম ইব্ন ইবরাহীম (র) ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন, নবী করীম (সাঃ)
ইরশাদ করেনঃ যে ‘লা-ইলাহা
ইল্লাল্লাহু বলবে আর তার অন্তরে একটি যব পরিমাণও নেকী থাকবে, তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং যে ‘লা-ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে একটি গম পরিমাণও নেকী থাকবে তাকে জাহান্নাম
থেকে বের করা হবে এবং যে লা-ইলাহা ইল্লাল্লাহহ বলবে তার অন্তরে
একটি অণু পরিমাণও নেকী থাকবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে।
ইমাম আবূ ‘আবদুল্লাহ বুখারী (র) বলেন, আবান (র) ..... কাতাদা (র) ..... আনাস
(রা) রাসূলুল্লাহ (সাঃ)
থেকে নেকী এর স্থলে ‘ঈমান’ শব্দটি রিওয়াত করেছেন।
বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ
ইব্ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ৩৪ এবং ৪২।
No comments