Banners

জানাবাতের গোসল বা ফরজ গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়া


১৮০. পরিচ্ছেদঃ জানাবাতের গোসল কুলি করা ও নাকে পানি দেওয়া


বুখারী শরীফ, ফরজ গোসলের নিয়ম, জানাবাতের গোসল, হাদিস,

২৫৭. ‘উমর ইব্ন হাফস্ ইব্ন গিয়াস () ..... ইব্আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, মায়মূনা (রা) বলেনঃ আমি নবী (সাঃ) এর জন্য গোসলেন পানি ঢেলে রাখলাম তিনি তাঁর ডান হাত দিয়ে বাঁ হাতে পানি ঢাললেন এবং উভয় হাত ধুইলেন এরপর তাঁর লজ্জাস্থান ধুয়ে নিলেন এবং মাটিতে তাঁর হাত ঘষে নিলেন পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তাঁর চেহারা ধুইলেন এবং মাথার উপর পানি ঢাললেন পরে ঐ স্থান থেকে সরে গিয়ে দুই পা ধুইলেন অবশেষে তাঁকে একটি রুমাল দেওয়া হল, কিন্তু তিনি তা দিয়ে শরীর মুছলেন না


বুখারী শরীফ, ফরজ গোসলের নিয়ম, জানাবাতের গোসল, হাদিস,

২৬৪. মুহাম্মদ ইব্ন মাহবূব () ..... মায়মূনা (রা) বলেনঃ আমি নবী (সাঃ) এর জন্য গোসলের পানি রাখলাম, তিনি উভয় হাতে পানি ঢেলে দুবার করে বা তিনবার করে তা ধুইয়ে নিলেন এরপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তাঁর  লজ্জাস্থান ধুইলেন পরে তাঁর হাত মাটিতে ঘষলেন তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তাঁর চেহারা ও হাত দুটো ধুইলেন তারপর তাঁর মাথা তিনবার  ধুইলেন এবং তাঁর সারা শরীরে পানি ঢাললেন অবশেষে সেখান থেকে একটু সরে গিয়ে তাঁর দুপা ধুয়ে ফেললেন


বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ২৫৭ এবং ২৬৪।

No comments

Powered by Blogger.