পেশাবের অপবিত্রতা থেকে সতর্ক না থাকা কাবীরা গুনাহ এবং শিশুদের পেশাব সম্পর্কে হাদিস
১৫২. পরিচ্ছেদঃ পেশাবের অপবিত্রতা থেকে সতর্ক না থাকা কাবীরা গুনাহ
২১৬.‘উসমান (র) ..... ইব্ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (সাঃ)
একবার মদীনা বা মক্কার কোন এক বাগানের কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি এমন দু’ব্যক্তির আওয়ায শুনতে
পেলেন, যাদের কবরে আযাব হচ্ছিল। তখন নবী (সাঃ) বললেনঃ এদের দু’জনকে আযাব দেওয়া হচ্ছে, অথচ কোন বড় গুনাহের জন্য এদের
আযাব দেওয়া হচ্ছে না। তারপর তিনি বললেনঃ ‘হ্যাঁ, এদের একজন তার পেশাবের নাপাকি থেকে
সতর্কতা অবলম্বন করত
না। এর একজন চোগলখুরী করত। তারপর তিনি একটি
খেজুরের ডাল আনালেন এবং তা ভেঙ্গে দু’খণ্ড
করে প্রত্যেকের কবরের উপর এক খণ্ড রাখলেন। তাঁকে জিজ্ঞাসা করা হল, ‘ইয়া রাসূলাল্লাহ! এরূপ কেন করলেন?’
তিনি বললেনঃ হয়ত তাদের আযাব কিছুটা লাঘব করা হবে, যতদিন পর্যন্ত এ দু’টি না শুকায়।
১৫৭. পরিচ্ছেদঃ শিশুদের পেশাব
২২২. ‘আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (র) ..... উম্মু‘ল মু’মিনীন আয়িশা (রা) থেকে বর্ণিত,
তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে একটি শিশু আনা হল। শিশুটি তাঁর কাটড়ে পেশাব করে দিল। তিনি পানি আনালেন এবং এর ওপর ঢেলে দিলেন।
২২৩. ‘আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (র) ..... উম্মু কায়স বিনত
মিহসান (রা) থেকে বর্ণিত যে, তিনি তাঁর এক ছোট ছেলেকে, যে তখনো খাবার খেতে শিখেনি,
নিয়ে রাসূলুল্লাহ (সাঃ)-এর
কাছে এলেন। রাসূলুল্লাহ (সাঃ) শিশুটিকে তাঁর কোলে বসালেন। তখন সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে
দিলেন এবং তা (ভাল করে) ধুইলেন না।
ইমাম মুহাম্মদ ইব্ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ২১৬, ২২২ এবং ২২৩।
বুখারী শরীফ
প্রথম খণ্ড
No comments