মা ফাতেমা (রাঃ) মর্যাদা সমূহে। Mother Fatima (RA) in dignity.
২০৯১। পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (সাঃ)-এর নিকট আত্মীয়দের মর্যাদা এবং ফাতিমা (রা) বিন্তে নবী (সাঃ)-এর মর্যাদা। নবী (সাঃ) বলেছেন, ফাতিমা (রাঃ) জান্নাতবাসী মহিলাগণের সরদার
৩৪৪৭। আবদুল্লাহ ইব্ন আবদুল ওয়াহহাব (র) ……. আবূ বকর (রা) থেকে বর্ণিত, তিনি
বলেন, মুহাম্মাদ (সাঃ)-এর পরিবারবর্গের প্রতি তোমরা অধিক সম্মান দেখাবে।
৩৪৪৮। আবু ওয়ালিদ (র)..... মিসওয়ার ইব্ন মাখরামা (রা) থেকে বর্ণিত যে,
রাসূল (সাঃ) বলেন, ফাতিমা আমার (দেহের) টুকরা। যে তাঁকে কষ্ট দিবে সে যে আমাকে কষ্ট দিল।
৩৪৪৯। ইয়াহ্ইয়া ইব্ন কাযা’আ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সাঃ) ওফাতের সময় যে রোগে আক্রান্ত হন তখন তাঁর কন্যা ফাতিমা (রা) যে ডেকে পাঠালেন। (তিনি আসলে) চুপিচুপি কি যেন তাঁকে বললেন, তিনি এতে কাঁদতে লাগলেন। তারপর তিনি তাঁকে ডেকে পুনরায় চুপিচুপি কি যেন বললেন, এবার তিনি হাসতে লাগলেন। আমি তাঁকে এ
(হাসি-কান্নার) কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, নবী করীম (সাঃ) আমাকে জানালেন যে, তিনি এ রোগে ওফাত লাভ করবেন, এতে আমি কাঁদতে শুরু করি। এরপর তিনি চুপেচুপে বললেন,আমি তাঁর পরিবার বর্গের মধ্যে সর্বপ্রথম তাঁর সাথে মিলিত হব, তখব আমি হাসতে শুরু করি।
২১০৯। পরিচ্ছেদঃ ফাতিমা (রা)-এর মর্যাদা। নবী করীম (সাঃ) বলেছেন, ফাতিমা (রা) জান্নাতবাসী
মহিলাদের নেত্রী
৩৪৯৫। আবুল ওয়ালীদ (র) ..... মিসওয়ার ইব্ন মাখরামা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, ফাতিমা আমার
(দেহের) অংশ। যে তাঁকে অসন্তুষ্ট করল সে আমাকেই অসুন্তুষ্ট করল।
৩৪৯৬। ইয়াহ্ইয়া ইব্ন কাযা’আ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (সাঃ) ওফাতের সময় যে রোগে আক্রান্ত হন তখন তাঁর কন্যা ফাতিমা (রা) যে ডেকে আনলেন এবং
তার সাথে চুপে চুপে কিছু বললেন। এতে ফাতিমা
(রাঃ) কেঁদে দিলেন। এরপর আবার কাছে ডেকে এনে চুপে চুপে কিছু বললেন। এতে তিনি হেসে দিলেন। আয়েশা (রা) বলেন, আমি এ ব্যাপারে ফাতিমা (রা)-কে জিজ্ঞাসা।
তখন তিনি বললেন, নবী করীম (সাঃ) চুপে চুপে অবহিত করলেন যে তিনি এ রোগে ওফাত লাভ
করবেন। এতে আমি কেঁদে দিলাম। তারপর আবার আমাকে চুপে চুপে জানালেন যে আমি তাঁর
পরিবার পরিজনের প্রথম ব্যক্তি যে তাঁর সাথে মিলিত হব। এতে আমি হেসে দিলাম।
বুখারী শরীফ
ষষ্ঠ খন্ড
আবূ ‘আবদুল্লাহ্ মুহাম্মদ ইব্ন ইসমা‘ঈল আল- বুখারী আল-জু‘ফী (র)
সম্পাদনা পরিষদ কর্তৃৃক সম্পাদিত
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
No comments