আল্লাহ্ তা‘আলা পয়গম্বর মনোনয়ন কেন করেছেন? Nomination of the Prophet.
আল্লাহ্ তা‘আলা পয়গম্বর মনোনয়ন কেন করেছেন?
আল্লাহ্ আদমের বংশধর হতে অনেক পয়গম্বর মনোনীত কররেন এবং তাঁর প্রত্যাদেশ ও বাণী বিশ্বস্ততার সাথে মানুষের নিকট পৌঁছানোর জন্য তাঁদের নিকট হতে অঙ্গীকার গ্রহণ করলেন। কালক্রমে অনেক লোক আল্লাহ্কে দেযা
প্রতিশ্রুতি পরিবর্তন করে ফেললো এবং আল্লাহ্র প্রতি কর্তব্য বিষয় ভুলে গিয়ে তাঁর সমকক্ষ দাঁড় করাতে লাগলো। শয়তান তাদেরকে আল্লাহ্র মা’রেফাত
হতে ফিরিয়ে নিল এবং তাঁর ইবাদত হতে বিচ্ছিন্ন করলো। তখন আল্লাহ্ তাদের কাছে রাসুলগণকে প্রেরণ করেছিলেন এবং একের পর এক নবী
পাঠালেন যেন তাঁরা পূর্ব- প্রতিশ্রুতি পরিপূর্ণ করার দিকে মানুষকে আহবান করেন এবং ভুলে যাওয়া নেয়ামতসমূহকে স্মরণ করিয়ে দেন; যেন তাঁরা তাবলীগের মাধ্যমে মানুষকে আল্লাহ্র দিকে প্রণোদিত করেন, যেন তাদের কাছে প্রজ্ঞার গুপ্ত রহস্য উন্মেচন করে দেন এবং আল্লাহ্র কুদরতের নিদর্শনসমূহ যেমন- সমুচ্চ আকাশ, বিছানো পৃথিবী, তাদের বাঁচিয়ে রাখার জীবনোপকরণ, মৃত্যু, বার্ধক্যের জ্বরা ও ক্রমান্বয়ে আগত ঘটনা প্রবাহ- তাদেরকে দেখিয়ে দেন।
আল্লাহ্ তাঁর সৃষ্টিকে কখনো পয়গম্বরবিহীন অথবা নাজেলকৃত বাণী অথবা বাধ্যতামূলক প্রত্যাদেশ অথবা সরল সহজ পথ ব্যতীত রাখেননি। পয়গম্বরগণ এমনভাবে তাঁদের দায়িত্বে অটল ছিলেন যে, তাঁদের সহচরের সংখ্যাল্পতা বা তাঁদেরকে মিথ্যা প্রমাণকারীর দল ধিক হওয়া সত্ত্বেও তাঁদের মিশন কখনো তাঁরা বিরত হননি এবং কোন কিছুই তাঁদেরকে কর্তব্য হতে বারিত রাখতে পারেনি। পয়গম্বরগণের প্রত্যেকেই তাঁর পূর্ববর্তী জনের কথা বলে গেছেন এবং পরবর্তী জনের আগমনী বার্তা জ্ঞাপন করেছেন।
নাহ্জ আল-বালাগা
আমিরুল মোমেনিন
আলী ইবনে আবি তালিব
সংঙ্কলনঃ আশ-শরীফ আর-রাজী
ইংরেজি অনুবাদঃ
সৈয়দ আলী রেজা
বাংলা অনুবাদঃ
জেহাদুল ইসলাম
No comments