Banners

ইমাম হাসান ও হুসাইনের ফযীলত। Virtues of Imam Hasan and Husain.


অনুচ্ছেদ: ৪৫

ইমাম হাসান ও হুসাইনের ফযীলত।

৬০৭৫। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে, মহানবী হাসানের প্রতি ইঙ্গিত করে বললেন, আমি তাঁকে ভালবাসি। অতএব তুমিও তাকে ভালবাস এবং যারা তাকে ভালবাসে তাদেরকেও আমি ভালবাসি।
আহলে বাইয়াত এর মর্যাদা, ইমাম হাসান ও হুসাইন, পাকপাঞ্জাতন, সহীহ মুসলিম,

৬০৭৬। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার দিনের কোন এক অংশে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেরিয়ে পড়লাম। পথে তিনি আমার সাথে কোন কথাবার্তা বলেননি আর আমিও কথাবার্তা বলিনি। এমতাবস্থায় তিনি বনি কাইনুকা বাজারে আসলেন, তারপর ওখান থেকে প্রত্যাবর্তন করে ফাতিমার কুটরে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন। এখানে কি শিশু আছে? এখানে কি শিশু আছে? এখানে কি শিশু আছে? শিশু দ্বারা হাসানকে বুঝিয়েছেন। আমরা ধারণা করলাম, হয়তো তাঁর জননী তাকে গোসল করিয়ে হার পরাবার উদ্দেশ্যে আবদ্ধ করে রেখেছেন। কিছুক্ষণের মধ্যে হাসান দৌড়ে আসলে একে আপরকে কোলাকুলি করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! আমি তাকে ভালবাসি, তুমিও তাকে ভালবাস। আর যারা তাকে ভালবাসে, তাদেরকেও তুমি ভালবাস।

৬০৭৭। বারা ইবনে আযিব (রা) বলেন, আমি হাসান ইবনে আলীকে দেখলাম নবী করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর। আর তিনি বলেছেন, হে আল্লাহ! আমি তাকে ভালবাসি অতএব তুমি তাকে ভালবাস।

৬০৭৮। বারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীকে কাঁধের উপর রেখে বলছেন, হে আল্লাহ! আমি তাকে ভালবাসি অতএব তুমি তাকে ভালবাস।

৬০৭৯। আয়াস তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তাঁর পিতা বলেন, একবার নবী করীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘শাহ্‌বা’ নামক খচ্চরটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসান ও হুসাইন তিনজনকে বাজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা পর্যন্ত পৌঁছিয়ে দিল। একজন তাঁর সামনে ও একজন তাঁর পিছনে ছিল।

৬০৮০। সাফিয়্যাহ বিনতে শায়বা থেকে বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) বর্ণনা করেছেন, একবার সকাল বেলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তাঁর গায়ে কাল পশমের একটা নক্সী চাদর ছিল। এ সময় হাসান ইবনে আলী (রা) আসলে তিনি তাঁকে চাদরে ঢুকিয়ে নিলেন। একটু পর হুসাইন (রা) আসলে তিনিও তাঁর সাথে শামিল হলেন। কিছুক্ষণ পর ফাতিমা (রা) আসলে তিনি তাঁকেও চাদরে ঢুকিয়ে নিলেন, একটু পর আলী (রা) আসলে তাঁকেও ঢুকিয়ে নিলেন। অতঃপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হে আহলে বাইত! নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং সম্পূর্ণরূপে তোমাদেরকে শুদ্ধ ও পবিত্র করতে চান।”

সহীহ মুসলিম
[সপ্তম খণ্ড]
ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ (র)
অনুবাদ: মাওলানা আফলাতুন কায়সার; সম্পাদনা: মাওলানা মুহাম্মাদ মূসা
বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা

No comments

Powered by Blogger.