খারেজীরা বলেন নির্দেশ শুধু আল্লাহ্র তা সঠিক কিন্তু এর দ্বারা তাদের উদ্দেশ্য ভ্রান্ত। The Kharijites say that the instruction is only from Allah and that their intention is wrong.
আমিরুল মোমেনিন যখন খারিজীদের চিৎকার শুনলেন যে, “নির্দেশ শুধু আল্লাহ্রই” তখন তিনি বললেনঃ
তারা যে বাক্যটি উচ্চারণ করছে তা সঠিক কিন্তু এর দ্বারা তাদের উদ্দেশ্য ভ্রান্ত। এ কথা সত্য যে, আদেশ শুধু আল্লাহ্র। কিন্তু এ কথা দ্বারা এসব লোক বোঝাতে চায় শাসনকার্য্ শুধু আল্লাহ্র। বাস্তবক্ষেত্রে, ভাল হোক আর মন্দ হোক, শাসনকর্তা ব্যতীত মানুষের
নিস্তার নেই। শাসক ভাল হলে ইমানদারগণ উত্তম আমল সাধন করে সমাজের জন্য কল্যান বয়ে আনে। অপরদিকে মন্দ শাসকের শাসনকার্য্ হতে ইমানহীনগণ জাগতিক ফয়দা লুট করে। শাসনকাল ভাল হোক আর মন্দ হোক আল্লাহ্ সককিছুর সমাপ্তি টানেন। শাসক দ্বারা করা আদায় হয়, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করা হয়, রাস্তাঘাট রক্ষা করা হয়, শক্তিমানদের হাত হতে দূর্বলদের অধিকার আদায় করা হয়, পরহেজগারগণ শান্তিতে থাকে এবং দুষ্টের অত্যাচার হতে প্রতিরক্ষা লাভ করে।
অন্য একটি বর্ণনায়ঃ
আমিরুল মোমেনিন যখন খারিজীদের চিৎকার শুনলেন তখন তিনি বললেনঃ
তোমাদের ওপর আমি আল্লাহ্র রায় প্রত্যাশা করছি। তৎপর তিনি বললেনঃ
কল্যাণকর সরকার হলে পরহেজগারগণ কল্যাণকর আমল সাধন করতে পারে; অপরপক্ষে অকল্যাণকর সরকারের শাসনে দুষ্ট লোকেরা আমৃত্যু ভোগ-বিলাসে মত্ত থাকে।
নাহ্জ আল-বালাগা
আমিরুল মোমেনিন আলী ইবনে আবি তালিব
সংঙ্কলনঃ আশ-শরীফ আর-রাজী
ইংরেজি অনুবাদঃ সৈয়দ আলী রেজা
বাংলা অনুবাদঃ জেহাদুল ইসলাম
খোৎবা-৪০ পৃষ্ঠা নং ৬৭-৬৮
No comments