Banners

ইসলামের ভিত্তি ও মুমিনের পরিচয়

মুমিন কারা, মুমিনের পরিচয়, মুমিনের প্রকৃতি পরিচয়, বুখারী শরীফ,

৭. ‘উবায়দুল্লাহ্ইব্ন মূসা (রা) ..... ইবনউমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাঃ) ইরশাদ করেন, ইসলামের ভিত্তি পাঁচটি

(১) আল্লাহ ছাড়া ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য দান
(২) সালাত কায়েম করা
(৩) যাকাত দেওয়া
(৪) হজ্জ করা এবং
(৫) রমদান-এর সিয়াম পালন করা


মুমিন কারা, মুমিনের পরিচয়, মুমিনের প্রকৃতি পরিচয়, বুখারী শরীফ,


১৩. আবূল ইয়ামান () ...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেনঃ সেই পবিত্র সত্তার কসম, যাঁর হাতে আমার প্রাণ, তোমাদের কেউ পৃকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে পিতা ও সন্তানের চেয়ে প্রিয় হই

১৪. ইয়াকূব ইব্ন ইবরাহীম ও আদম () ..... আনাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সাঃ) ইরশাদ করেনঃ তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান ও সব মানুষের চেয়ে বেশী প্রিয় ইই

বুখারী শরীফ
প্রথম খণ্ড
ইমাম মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল বুখারী (রঃ) হাদিস নং ৭,১৩,১৪

No comments

Powered by Blogger.