Banners

খাৎনা কেন করা হয়?

খাৎনা বহু রোগ প্রতিরোধ


খাৎনার উপকারিতা, খাৎনা রোগ বহু রোগ প্রতিরোধন, মুসুলমানি, স্বাস্থ্য, হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেছেন, হুজুর পাক (সাঃ) নিজে হাসান, হোসাইন ও মুহসিনের নাম রেখেছেন, তাঁদের আকীকা করেছেন, তাঁদের মাথা মুণ্ডিয়েছেন। তাঁদের সদকা দিয়েছেন এবং তাঁদের খাৎনা করেছেন। (তাররানী)

অন্যত্র বর্ণিত আছে, খাৎনা ইব্রাহীম (আঃ)-এর সুন্নত। চিকিৎসকগণ এই বিষয়ে একমত পোষণ করেন যে, খাৎনা করার দ্বারা মানুষ প্রস্রাব ও হৃদযন্ত্রে বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পারে। যারা খাৎনা করেন না তাদের মধ্যে নিম্নোক্ত রোগ-ব্যাধিগুলো হওয়ার আশংখা থাকে।

১. গুপ্তাঙ্গে বাড়তি চামড়া না কাটার কারণে এই অতিরিক্ত চামড়ার এক প্রকার বিষাক্ত পুঁজ জমা হয়ে থাকে। যা বেশ কয়েকটি রোগের কারণ।

২. বাড়তি চামড়া ক্ষতের কারণে এক প্রকার ক্ষতরোগের সৃষ্টি হয়। স্বামীর মাধ্যমে স্ত্রীর মধ্যেও এই ক্ষত রোগের সংক্রামক হওয়ার সম্ভবনা থাকে।

৩. অতিরিক্ত চামড়ার কারণে বিভিন্ন জীবাণু লেগে থাকতে পারে এবং গুপ্তাঙ্গের ব্যথা ও জ্বালা পোড়া সৃষ্টি হয়ে থাকে।

৪. খাৎনা না করার জন্য বাড়তি চামড়া গুপ্তাঙ্গের আগার নরম অংশের সাথে মিলিত হয়ে থাকে। এতে প্রস্রাবের বাধার সৃষ্টি হয়। এ প্রতিবন্ধকতার অত্যান্ত কষ্টদায়ক হয় এবং বিভিন্ন প্রকার রোগ-ব্যাধির উপসর্গ সৃষ্টির কারণ হয়।
সংগ্রহঃ বিশ্বনবী'র (সাঃ) চিকিৎসা বিধান, ডাঃ আলমগীর মতি

1 comment:

Powered by Blogger.