Banners

পিয়াজ সম্পর্কে নবী করিম (সাঃ)-এর বাণী

রাসূল (সাঃ) খাদ্যাভাস, স্বাস্থ্য, পিয়াজ

পিয়াজ সম্পর্কিত কিছু হাদীস

পিয়াজ তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু হয়তো কম লোকই জানী আমাদের মহানবী করীম (সাঃ) তার পবিত্র মুখ দ্বারা পিয়াজ সর্ম্পকে কি উক্তি করেছেন তা আলোচনা করা হলো

হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূলে পাক (সাঃ) হযরত আবু আইয়্যুব আনসারী (রাঃ) এর বাড়িতে অবস্থান করছিলেন হযরত আবু আইয়্যুব (রাঃ) যখনই খানা খেতেন, তখন রাসূলে পাক (সাঃএর জন্য খাদ্যের কিছু অংশ পাঠিয়ে দিতেন  নিয়মে একদিন তিনি কিছু খানা পাঠালেন, রাসূলে পাক (সাঃ) এই খানা খেলেন না তখন আবু আইয়্যুব আনসারী (রাঃ) রাসূলে পাক   (সাঃএর খেদমতে হাজির হয়ে খানা না খাওয়ার কারণ জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল (সাঃ) এরশাদ করলেন, এর মধ্যে পিঁয়াজ মিশ্রিত রয়েছে তিনি পুনরায় প্রশ্ন করলেন,“হে আল্লাহর রাসূল (সাঃ)! পিঁয়াজ কি হারাম? রাসূলে পাক (সাঃ) এরশাদ করলেন,“হারাম নয় বটে,   তবে দুর্গন্ধের কারণে আমি এটা পছন্দ করি না” (তিরমিজী)

রাসূলে পাক (সাঃ) যে শুধু পিঁয়াজ খাওয়া থেকেই বিরত থাকতেন তা নয় বরং দুর্গন্ধযুক্ত এমন কোন জিনিসই তিনি খেতেন না, যা দ্বারা অন্যের কষ্ট হয়

হযরত উবাইদুল্লাহ ইবনে আবী ইয়াজিদ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমাকে উম্মে আইয়্যুব (রাঃ) বলেছেন যে, রাসূলে পাক (সাঃ)- এর জন্য খাদ্য তৈরী করলেন যার মধ্যে কিছু শাক-সব্জিও ছিলো রাসূলে পাক (সাঃ) উক্ত খাদ্য পছন্দ করলেন নারাসূলে পাক (সাঃ) সাহাবীগণকে বললেন, “তোমরা খেয়ে নাও আমি তোমাদের মতো নই; আমার ভয় হয় যে,(এই খানার কারণে) আমার সাথীদের তথা ফেরেশতাদের কষ্ট হবে” (তিরমিযী)
সংগ্রহঃ বিশ্বনবী'র (সাঃ) চিকিৎসা বিধান, ডাঃ আলমগীর মতি

No comments

Powered by Blogger.