Banners

গল্প


রক্তের চেয়েও চোখের পানি মানুষকে হাজার গুন বেশি কষ্ট দায়ক হয়। আপনি লক্ষ করে দেখবেন মানুষের দেহের কোন অংশ কেটে গেলে বেশিভাগ মানুষের চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু যে মানুষ মানুসিক আঘাত বা কষ্ট পায় সে মুখ দিয়ে কান্না না করলেও তার চোখ থেকে ঝড়ে পড়ে পানি।

স্বাস্থ্য সম্পর্কিত, আবেগ, নিরব প্রেম, অনূভূতি, গল্প, গোপনে ভালবাসা, এতে যে কত কষ্টের তা অন্য কেহ বুঝতে পারে না, হয়তো দেখে কিছুটা অনুভব করতে পারে।

তেমনি একটি ঘটনা আজকে আমার চোখে পড়লো, হাসপাতালে একজন পিতা সে শিক্ষক ছিল এবং দেখতে খুবই সহজ সরল, প্রায় এক বছর আগে ব্রেইন টিউমার অপারেশন করার পর সে আর কথা বলতে পারে না, আবার তাকে অপারেশন করবে, সকালে নাপিত এসে তার মাথার সব চুল পরিষ্কার করে দিয়ে গেল অপারেশনের জন্য সকল প্রস্তুতি প্রায় শেষ।

তার একটি ছোট কন্যা সন্তান আছে, কেবল মাত্র হাটা শিখেছে মাত্র। যখন সেই মেয়েটিকে তার বাবার নিকট নিয়ে আসল মেয়েটি তখনি তার বাবাকে মুখে চুমা করতে লাগলো। তখন তার বাবা কোন কথা বলতে পারছে না শুধু মাত্র তার চোখ দিয়ে অঝোড়ে পানি ঝড়ছে। সেই মুহুর্তে সেখানে আমি থাকতে পারিনি। ওর্যাডের সকল লোক নিশ্চুপ হয়ে গেছিল। কারো মুখে কোন কথা ছিল না।

কিযে আগে একটা আবেগের মুর্হুত তা আমি লিখে বা বলে প্রকাশ করতে পারবো না।

দিন যতই অতিবাহিত হচ্ছে মনে হচ্ছে আমি নিজেই, নিজের অজান্তে কোন একটা অজানা ফাঁদে আটকে পড়ছি, আজকাল মনে হচ্ছে আমার সবাই আমাকে তাদের নিজ নিজ সুবিধার জন্য ব্যবহার করছে, কোন প্রয়োজনে কাছে ডেকে নেয়, আর প্রয়োজন ফুরিয়ে যাবার সাথে সাথে যেন সে  হয়ে যায় আমার অনেক অচেনা হয়তো তার সাথে আমার কোনদিন দেখা বা কোন কথা হয় নাই কোনদিন।

আমি সবই বুঝতে পারছি কিন্তু কিছুই করার নেই কিন্ত কেন করার নেই তারও কোন সঠিক উত্তর আমার কাছে নেই। পৃথিবীর মানুষগুলো আজকাল যেন পৃথিবীকে অনেকটাই নিষ্ঠুর করে ফেলছে, এর সাথে সাথে আমাদের প্রকৃতিও আমাদের জন্য নিষ্ঠুর ব্যবহার করছে।



যাই হোক আবার কিছু কিছু সময় আছে অন্যার কোন মানুষ অথবা প্রাণীর তাদের কি নিরব প্রেম  সেগুলো শুনলেও ভাল লাগে ঠিক তেমনি একটি গল্প পড়েছিলাম কিছু দিন আগে ফেসবুক থেকে গল্পটি হল:
ফল বিক্রেতার গল্প, গোপন ভালবাসা, পরম ভালবাসা, আবেগ
একটি বৃদ্ধ গরীব লোক ফল বিক্রিয় করতো, সে ছিল খুবই দূর্বল, তার নিকট থেকে একটি ভদ্র লোক প্রায় প্রতিদিনই কিছু ফল ক্রয় করতো, ভদ্র লোকটি ফল কেনার পর একটু ফল মুখে নিয়ে বলতো, চাচা কি ফল বিক্রি করে ফল কোন মিষ্টি নেই। এই কথা বলে ভদ্র লোকটি সেই ফল বিক্রেতাকে বলতো নেন আপনার ফল খেয়ে দেখেন মিষ্টি না। এই ঘটনাটি প্রায় দিনই হতো।

ফল বিক্রেতার দোকানের পাশে ছিল একটি সবজি বিক্রেতার দোকান যে প্রতিবারই তাদের ঘটনাটি লক্ষ্য করতো। একদিন সবজি বিক্রেতা ফল বিক্রেতাকে বললো ভাই ঐ ভদ্র লোকটি বলে আপনার ফল মিষ্টি না তারপরও আপনি তাকে কিঝু না বলেই প্রতিদিনিই তো দেখি ওজনে বেশি দেন।

তখন ফল বিক্রেতা বললেন, ভাই শোন আমার ফল যদি ভাল না হতো তাহলে সে কি আমার কাছ থেকে প্রায় প্রতিদিন ফল ক্রয় করতো? এবং আপনি লক্ষ করেছেন সে প্রতিদিন ফল মিষ্টি না এই কথাটি বলে আমার জন্য ভদ্রলোকটির ফল থেকে আমার ফল দিয়ে যায়, সেটা আমাকে খাওয়ানোর জন্যই দেয় সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। যার জন্য ভদ্র লোকটি ফল কিনতে এতে তার যে ভালবাসা আছে আমার উপর, সে জন্যই এমনিতেই আমার পাল্লার ওজন সব সময় তার দিকেই ঝুকে পড়ে।

এখানে দুই জনের মধ্য কি যে ভালবাসা কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না, তারা একে অন্যকে ভালবাসে অনূভূতির মাধ্যম্য যার মধ্যে মানুষ পায় কিছুটা স্বর্গীয় সূখ।

No comments

Powered by Blogger.